রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৫৬, ৬ মে ২০২১

লংগদুতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিল রাজনগর বিজিবি জোন

লংগদুতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিল রাজনগর বিজিবি জোন

।। লংগদু (রাঙামাটি) প্রতিনিধি ।। রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালীতে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে রাজনগর (৩৭ ব্যাটালিয়ন) বিজিবি জোন।

গতকাল বুধবার (৫ মে) লংগদু উপজেলা রানগর বিজিবি (৩৭ ব্যাটালিয়ন) জোনের উদ্যোগে মেডিক্যাল কেম্পেইন আয়োজনে ২ শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ প্রদান করা হয়।

চিকিৎসা সেবা দেন জোনে আরএমও ক্যাপ্টেন ফখরুল ইসলাম রাজন।

এ সময় রাজনগর বিজিবি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম তাজ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাজনগর বিজিবি জোন। তারই অংশ হিসেবে গরিবদের মাঝে ত্রাণ সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে। জোনের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার জানান।

এছাড়াও জোনের মেজর মোঃ জাহিদুল ইসলাম, এডি (সহকারী পরিচালক) মোঃ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়