রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

ওমর ফারুক মুসা (লংগদু) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৪৯, ১১ জুন ২০২১

লংগদুতে ভূমি সেবা সপ্তাহ পালিত

লংগদুতে ভূমি সেবা সপ্তাহ পালিত
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

ওমর ফারুক মুসা (লংগদু) প্রতিনিধিঃ- রাঙামাটির লংগদুতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) লংগদু উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন। 

বক্তব্যে তিনি ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে বলেন, এখনও ভূমি জরিপ না হওয়ায় খাস জায়গা পরিমান করা যাচ্ছে না। সঠিকভাবে শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য উপস্থিত হেডম্যানদের উদ্দেশ্য তিনি পরামর্শ দেন। তিনি আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের সম্পর্কে আলোচনায় বলেন, নদীতে পানি না থাকায় ঘরের মালামাল পরিবহনে সমস্যা হচ্ছে, তবে পানি বাড়লে এ সমস্যা আর থাকবে না। 

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা প্রকৌশলী ড. মোঃ জিয়াউল হক মজুমদার, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

আলোকিত রাঙামাটি