রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০২১

লংগদুতে মাধ্যমিক শিক্ষকদের স্যাটেলাইট ট্রেনিং কোর্সের উদ্বোধন

লংগদুতে মাধ্যমিক শিক্ষকদের স্যাটেলাইট ট্রেনিং কোর্সের উদ্বোধন

ছবিঃ আলোকিত রাঙ্গামাটি


।। নিজস্ব প্রতিনিধি, লংগদু ।। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (ন্যায়েম) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ মন্ত্রণালয় এর উদ্যোগে অন টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্ট মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের জন্য ৪৩তম স্যাটেলাইট ট্রেনিং কোর্স রাঙামাটির লংগদুতে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) লংগদু উপজেলার রাবেতা মডলে উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে (১৩-১৮ ফেব্রুয়ারী) ৬ দিনব্যাপী ৪৩তম স্যাটেলাইট ট্রেনিং কোর্স শুরু হয়।

এতে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার ২৯টি স্কুলের ৩০ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ট্রেনিং কোর্সের উদ্বোধনীতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মোঃ শওকত আকবর, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (ন্যায়েম) এর প্রশিক্ষক মোঃ তৌহিদ হাসান ও মোঃ শফিউল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি