রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:০৪, ২২ আগস্ট ২০২০

লংগদুতে মিশ্র ফল বাগান ও কৃষি বিভাগ পরিদর্শন

লংগদুতে মিশ্র ফল বাগান ও কৃষি বিভাগ পরিদর্শন

।। লংগদু প্রতিনিধি ।। রাঙামাটির লংগদু উপজেলার কৃষি বিভাগের কর্যক্রম ও মিশ্রফল বাগান পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুর রহমান। 

শুক্রবার তিনি লংগদু উপজেলায় সফরে আসলে কৃষি বিভাগ পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। পরে তিনি উপজেলা সদরে কৃষক বন্ধু বাবুল দাশ বাবু এর মিশ্র ফলবাগান পরিদর্শন করেন। এরপর লংগদু উপজেলার কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে শেষে সন্তুষ্টি প্রকাশ করেন। 

এ সময় তিনি, কৃষি ও কৃষকের সাথে সুসম্পর্কের ধারা বজায় রেখে খাদ্য উৎপাদন বৃদ্ধির গতি চলমান রাখাসহ গুরুত্বপূর্ন পরামর্শ এবং নির্দেশনা প্রদান করেন। 

এতে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ