রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৯:৪৮, ২৪ মে ২০২০

লংগদুতে মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু

লংগদুতে মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু

।। লংগদু  প্রতিনিধি ।। তিন মাস কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ থাকায় এবং দেশে করোনা ক্রান্তিলগ্নে ক্ষতিগ্রস্ত রাঙামাটির লংগদু উপজেলার মৎস্যজীবীদের মাঝে মৎস্য ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে।

শনিবার (২৩ মে) উপজেলার লংগদু সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে লংগদু ইউনিয়নের আওতাভুক্ত ডিজিটাল কার্ডধারী ১,৬৫১ জন প্রত্যেক মৎস্যজীবীকে (জেলে পরিবারকে) ২০ কেজি করে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়। তারা মোট দুই বার পাবেন। আজ লংগদু সদর ইউনিয়নে এ কার্যক্রম শুরু হলো। 

লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন মৎস্যজীবীদের ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেন।

এসময় টেক অফিসারের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাকসুদুর রহমান, লংগদু ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা (আদু), লংগদু বিএফডিসি কর্মকর্তা আকবর হোসেন, ইউপি সদস্য ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, একই পরিবারের স্বামী-স্ত্রী দুইজনেই কার্ডধারী হলে একজনকে চাল দেয়া হবে এবং পরবর্তীতে এই ভুলগুলো সংশোধন করা হবে। ২০১৩ সালের করা এই কার্ডগুলো অতি শীঘ্র সংশোধন এর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন জানায়। 

আলোকিত রাঙামাটি