রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৫৪, ৩০ জুলাই ২০২০

লংগদুতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত

লংগদুতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত

।। লংগদু প্রতিনিধি ।। করোনা সংকট মোকাবিলায় কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বুধবার তারই ধারাবাহিকতায় লংগদু উপজেলাস্থ সকল ইউনিয়ন সমূহের বিভিন্ন এলাকায় বসবাসরত দুঃস্থ বাঙ্গালী ও পাহাড়ী পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন। 

সেনা সদস্যরা দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত ৫০টি গরীব ও দুস্থ মানুষদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। দুর্গম পাহাড়ী অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণের কাজটি অত্যন্ত কষ্টসাধ্য ও কঠিন হলেও সুন্দরভাবে সম্পন্ন করে খাগড়াছড়ি রিজিয়নের সেনা সদস্যরা। 

বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, লবণ, চিনি, সেমাই , সুজি ও সাবান। 

এলাকার কর্মহীন ও দুস্থ মানুষেরা তাদের দুর্দিনে এই নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পেয়ে খুবই খুশি এবং সেনাবাহিনীর এই কার্যক্রমে তারা অনেক উপকৃত হয়েছেন বলে জানান।

করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারনণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের গরীব, দুঃস্থ ও কর্মহীন মানুষদের সহযোগিতা অব্যাহত রাখবে ও আর্তমানবতার সেবায় কাজ করে যাবে বলে জানায় সেনাবাহিনী।

আলোকিত রাঙামাটি