রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:১৪, ২১ জুন ২০২০

লংগদুতে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লংগদুতে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লংগদু প্রতিনিধিঃ- ‘গাছ লাগাও বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী রাঙামাটির লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২১ জুন) লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসেবে উপজেলা সদরে রেষ্টহাউজ প্রাঙ্গনে আম, জাম্বুরা, মাল্টা ও আমড়া জাতের ৪টি ফলজ গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এফ এম অহিদুর রহমান সাগর, সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাদেক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনিছ, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, লংগদু ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আওয়াল, সাধারণ সম্পাদক মোঃ বাবুল, মাইনীমুখ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মোঃ সাদেক হোসেন জানান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দেশের পরিবেশ রক্ষায় সারা দেশের ন্যায় বৃক্ষরোপণ অভিযান অংশ হিসেবে লংগদু উপজেলার সাত ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হবে।   

আলোকিত রাঙামাটি