রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:০৫, ৬ মে ২০২১

লংগদুতে ৩৭টি সঃ প্রাঃ বিদ্যালয়ে ট্যাব প্রদান

লংগদুতে ৩৭টি সঃ প্রাঃ বিদ্যালয়ে ট্যাব প্রদান

।। লংগদু প্রতিনিধি ।। প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন তথা অনলাইনে কন্টেন্ট তৈরী করে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে লংগদু উপজেলার ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্যাব প্রদান করা হয়েছে।

গত বুধবার (৫ মে) লংগদু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ৩৭টি ট্যাব উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইমাম উদ্দিন এর নিকট হস্তান্তর করনে।

এসময় উপজেলা প্রকৌশলী ড. মোঃ জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীতি চাকমা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশ বিভাগ জানায়, লংগদু উপজেলা পরিষদের ব্যাবস্থাপনায় এবং ২০২০-২০২১ অর্থ বছরের এডিবি'র অর্থায়নে আপাততঃ ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭টি ট্যাব প্রদান করা হচ্ছে। আগামী অর্থবছরে বাকী ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ের ট্যাব সরবরাহ করা হবে।

এদিকে প্রাথমিক বিদ্যালয়ে ট্যাব প্রদান করায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি লংগদু উপজেলা পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।

যে সকল প্রাথমিক বিদ্যালয় ট্যাব পেয়েছে সেগুলো হল-

১। বড় কাট্টলী সঃ প্রাঃ বিঃ 
২। কাট্টলী সঃ প্রাঃ বিঃ 
৩। নলুয়া বড়কলক সঃ প্রাঃ বিঃ 
৪। দাদী পাড়া সঃ প্রাঃ বিঃ 
৫। তবলছড়ি সঃ প্রাঃ বিঃ 
৬। ঝর্ণাটিলা সঃ প্রাঃ বিঃ 
৭। ভাইবোন ছড়া সঃ প্রাঃ বিঃ 
৮। বামের লংগদু সঃ প্রাঃ বিঃ 
৯। পূন্যসেন কার্বারী পাড়াসঃ প্রাঃ বিঃ 
১০।মানিকজোড় ছড়া সঃ প্রাঃ বিঃ 
১১। কলাবুনিয়া সঃ প্রাঃ বিঃ 
১২। মধ্য খাড়িকাটা সঃ প্রাঃ বিঃ 
১৩। তালছড়ি সঃ প্রাঃ বিঃ 
১৪। রাঙ্গী পাড়া সঃ প্রাঃ বিঃ 
১৫। মারিশ্যাচর মুসলিমব্লক সঃ প্রাঃ বিঃ 
১৬। বগাচতর সঃ প্রাঃ বিঃ 
১৭। গাউছপুর সঃ প্রাঃ বিঃ 
১৮। জালিয়াপাড়া সঃ প্রাঃ বিঃ 
১৯। ফোরেরমূখ সঃ প্রাঃ বিঃ 
২০। উগলছড়ি সঃ প্রাঃ বিঃ 
২১। শিলকাটাছড়া সঃ প্রাঃ বিঃ 
২২। চাইল্যাতলী সঃ প্রাঃ বিঃ 
২৩। ঘনমোড় সঃ প্রাঃ বিঃ 
২৪। মারিশ্যাচর রাজনগর সঃ প্রাঃ বিঃ 
২৫। গুলশাখালী মডেল সঃ প্রাঃ বিঃ 
২৬। কাকপাড়িয়া সঃ প্রাঃ বিঃ 
২৭। মোহাম্মদপুর সঃ প্রাঃ বিঃ 
২৮। ইয়ারিংছড়ি সঃ প্রাঃ বিঃ  
২৯। ডানে আটারক ছড়া সঃ প্রাঃ বিঃ 
৩০। গদাবান্যাছড়া সঃ প্রাঃ বিঃ
৩১। লেমুছড়ি সঃ প্রাঃ বিঃ 
৩২। বান্দরতলা ছড়া সঃ প্রাঃ বিঃ 
৩৩। হোসেনপুর সঃ প্রাঃ বিঃ 
৩৪। দঃ রহমতপুর সঃ প্রাঃ বিঃ 
৩৫। গোলটিলা সঃ প্রাঃ বিঃ 
৩৬। বেংগীছড়া সঃ প্রাঃ বিঃ 
৩৭। খাগড়াছড়ি আদর্শ সঃ প্রাঃ বিদ্যালয়।

লংগদু উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে বরাদ্দকৃত ট্যাব গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে অনুরোধ জানিয়েছে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়