রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৪৬, ২১ জানুয়ারি ২০২১

লাল টিনের ছাউনিতে ১৪৫ পরিবারের স্বপ্ন

লাল টিনের ছাউনিতে ১৪৫ পরিবারের স্বপ্ন
ছবি: সংগৃহীত

দূর থেকে দেখে মনে হতে পারে সরিষা ক্ষেতের মাঝে দৃষ্টিনন্দন কোনো রিসোর্ট। আসলে এসব ঘর মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার।

মনোরম পরিবেশে লাল টিনের ছাউনিতে ‘মাথা গোঁজার ঠাঁই’ হিসেবে পাকা বাড়ি পাচ্ছে ভেবে উচ্ছ্বসিত এবং নতুন করে স্বপ্ন দেখছে সীমান্তের ১৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

দিনাজপুরের সীমান্ত ঘেষাঁ হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়নে গৃহ ও ভূমিহীনদের জন্য নির্মাণ হচ্ছে দুই কক্ষবিশিষ্ট এসব সেমি পাকা ঘর। হাকিমপুরের খট্টামাধবপাড়া, আলীহাট ও বোয়ালদাড় ইউপিতে ১৪৫টি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।

ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাওছার আলী বলেন, প্রতিটি পরিবারের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দুটি রুম, একটি রান্না ঘর ও একটি টয়লেটসহ সামনে খোলা বারান্দা তৈরি করা হচ্ছে।

হাকিমপুরের ইউএনও মোহাম্মদ নুর এ আলম জানান, হাকিমপুরে ১৪৫টি গৃহ নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো এ প্রকল্প উদ্বোধন করবেন। পরে উপকারভোগীদের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়