রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৫১, ৬ মার্চ ২০২০

লিটন-তামিমের ফিফটিতে বাংলাদেশের উড়ন্ত সূচনা

লিটন-তামিমের ফিফটিতে বাংলাদেশের উড়ন্ত সূচনা

লিটন দাস


তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। আনুষ্ঠানিকতার তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে দারুন শুরু করেছে মাশরাফীর দল। এরইমধ্যে দুই ওপেনার তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১৭ রান।

অধিনায়ক হিসেবে এটাই মাশরাফীর শেষ ম্যাচ। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকে দুজন। তাদের ব্যাটে নবম ওভারেই দলীয় ফিফটি পূরণ করে টাইগাররা।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা লিটন ৫৪ বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। অপরপ্রান্তে ৪৮তম ফিফটি পুরণ করতে তামিম খেলেন ৬০ বল। 

আনুষ্ঠানিকতার এই ম্যাচে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। একাদশে ঢুকেছেন মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন  ও মোস্তাফিজুর রহমান। তাদের জায়গা দিতে ছিটকে পড়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।

আলোকিত রাঙামাটি