রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:২৫, ৫ আগস্ট ২০২০

লেবাননে বিস্ফোরণ: হেল্পলাইন চালু করলো বাংলাদেশ দূতাবাস

লেবাননে বিস্ফোরণ: হেল্পলাইন চালু করলো বাংলাদেশ দূতাবাস

ছবি: সংগৃহীত


লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে সেখানে হেল্পলাইন চালু করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস। ওই বিস্ফোরণে বাংলাদেশিদের হতাহতের খবর জানাতে হেল্পলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

বুধবার বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার আনুমানিক বিকেল ৬টার দিকে লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে শক্তিশালী দুটি বিস্ফোরণ ঘটে। এতে ২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র।

ওই বিস্ফোরণে যদি আরো কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায় তবে তা দূতাবাসের হেল্পলাইন নম্বরে জানানোর জন্য বলা হয়েছে। দূতাবাসের হেল্পলাইন নম্বর হচ্ছে, +৯৬১-৮১ ৭৪৪ ২০৭।

লেবাননের মারাত্মক ওই বিস্ফোরণে এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ৪ হাজার লোক। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

আলোকিত রাঙামাটি