রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:১৫, ৬ মার্চ ২০২০

শতক দিয়ে হাজার ছুঁলেন লিটন

শতক দিয়ে হাজার ছুঁলেন লিটন

লিটন দাস


তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। আনুষ্ঠানিকতার তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটে করতে নেমে দুর্দান্ত খেলছে মাশরাফীর দল। এরইমধ্যে শতক তুলে নিয়েছেন ওপেনার লিটন কুমার দাস। এর মাধ্যমে ২২তম টাইগার ব্যাটসম্যান হিসেবে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৮২ রান।

অধিনায়ক হিসেবে এটাই মাশরাফীর শেষ ম্যাচ। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করেন তামিম ইকবাল ও লিটন দাস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকে দুজন। তাদের ব্যাটে নবম ওভারেই দলীয় ফিফটি পূরণ করে টাইগাররা।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা লিটন ৫৪ বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। অপরপ্রান্তে ৪৮তম ফিফটি পূরণ করতে তামিম খেলেন ৬০ বল। 

১১৪ বলে শতক পূর্ণ করেন লিটন দাস। তৃতীয়বারের মতো শতক পূরণের পথে ১৪টি চার মারেন এ ড্যাশিং ওপেনার। শতকের অপেক্ষায় আছেন আরেক ওপেনার তামিমও (৭৯)।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়