রাঙামাটি । মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ , ২ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ০৯:৩৫, ৩০ নভেম্বর ২০১৯

‘শান্তি চুক্তির কারণেই পাহাড়ে উন্নয়ন হয়েছে’

‘শান্তি চুক্তির কারণেই পাহাড়ে উন্নয়ন হয়েছে’

খাগড়াছড়ির জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, শান্তি চুক্তির কারণেই পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। পাহাড়ের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে।

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির (শান্তি চুক্তি) ২২ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কংজরী চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামের দুই দশকের বেশি সময় ধরে চলা সংঘাতপূর্ণ পরিস্থিতির অবসানের জন্য শান্তি চুক্তির পদক্ষেপ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে এ চুক্তি করেন তিনি।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের কাছে ঐতিহাসিক এ চুক্তির গুরুত্ব অনেক বেশি। এ চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২ বছর পূর্তিতে বৃক্ষরোপন, র‍্যালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি