রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:৫৩, ২১ জানুয়ারি ২০২০

শিক্ষকদের মাল্টিমিডিয়ার ব্যবহার ও ডিজিটাল কনটেন্ট তৈরি প্রশিক্ষণ

শিক্ষকদের মাল্টিমিডিয়ার ব্যবহার ও ডিজিটাল কনটেন্ট তৈরি প্রশিক্ষণ

রাঙামাটির লংগদুতে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শ্রেণি শিক্ষকদের মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবহার ও ডিজিটাল কনটেন্ট তৈরির ৮ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের মাধ্যদিয়ে সমাপ্তি  হয়েছে।

লংগদু উপজেলা পরিষদের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহায়তায় মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সহায়তা প্রদান করেন উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)।

বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ২৫ জন শিক্ষক ও শিক্ষিকা প্রশিক্ষণে অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু।

প্রশিক্ষণ প্রদান করেন একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর কো-অর্ডিনেটর টিন্টু চাকমা, শিক্ষিকা সুচিত্রা চাকমা।    

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়