রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:২৭, ২০ মে ২০২০

শিক্ষা উপকরণ নিয়ে ছাত্র-ছাত্রীদের পাশে রাঙামাটি জেলা পুলিশ

শিক্ষা উপকরণ নিয়ে ছাত্র-ছাত্রীদের পাশে রাঙামাটি জেলা পুলিশ

রাঙামাটি প্রতিনিধিঃ- “আসসালাইমু আলাইকুম স্যার, লকডাউনের কারণে আমার আব্বুর পড়ালেখা করাতে সমস্যা হচ্ছে। তিনি একজন দিনমজুর, আমরা তিন ভাই পড়ালেখা করছি। আপনাদের শিক্ষা উপকরণ সহযোগিতা পেলে কৃতজ্ঞ থাকব” এভাবেই শিক্ষার্থীদের আবেদনের সাড়া দিয়ে গত মঙ্গলবার (১৯ মে) দ্বিতীয় দিনের মত শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আলমগীর কবীর, পিপিএম-সেবা ।

‘পড়ালেখার জন্য বর্তমান ব্যয়, ভবিষ্যত্বের জন্য বিনিয়োগ’ বিষয়টি অনুধাবন করে রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির যে সমস্ত শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এর অভাবে ঘরে বসে পড়ালেখা চালিয়ে যেতে পারছে না তাদেরকে শিক্ষা উপকরণ সহযোগিতা করছে।

ছাত্র-ছাত্রীদের মাঝে একটু হাসি ফুটানোর জন্য পুলিশ সুপার মহোদয়ের প্রদত্ত শিক্ষা উপকরণ নিয়ে ছাত্র-ছাত্রীদের দ্বারে রাঙামাটি জেলা পুলিশের সদস্যরা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়