রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৯:৫১, ১ মার্চ ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির আদেশ জারি

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির আদেশ জারি

ফাইল ছবি


দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৯ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের ঘরে থাকা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার।

রোববার এ সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও এ নির্দেশনা দিয়েছে।

দেশে গত ৮ মার্চ করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান দফায় দফায় বন্ধ ঘোষণা করা হয়। গত শনিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়- প্রাক-প্রাথমিক ছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ মার্চ থেকে খুলে দেয়া হবে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৯ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির আদেশ জারি করা হয়। গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রেস ব্রিফিংয়ে জান্ন, ১৭ মে বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেয়া হবে। আর ২৪ মে থেকে সরাসরি শ্রেণি পাঠদান শুরু হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়