রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২১:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২০

‘শিক্ষার্থীদের ক্ষুদ্র সঞ্চয়ের ব্যাপারে উৎসাহ যোগাতে হবে’

‘শিক্ষার্থীদের ক্ষুদ্র সঞ্চয়ের ব্যাপারে উৎসাহ যোগাতে হবে’

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- ‘আমাদের সঞ্চয়, আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২০ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলার ১৪টি তফসিলি ব্যাংকের যৌথ আয়োজনে বাংলাদেশ ব্যাংক এর সহযোগিতায় সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হলরুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ এর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্মেন্ট এর মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের জোনাল হেড মো: আজম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম খীসা। এ সময় বিভিন্ন ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, শিক্ষার্থীদের ক্ষুদ্র সঞ্চয়ের ব্যাপারে উৎসাহ যোগাতে হবে। যাতে করে তারা এই সঞ্চয় ব্যাংকিং ব্যবস্থার সাথে সম্পৃক্ত হয়ে সঞ্চয়ী মনোভাব গড়ে উঠে। তাই শিক্ষার্থীদের ক্ষুদ্র সঞ্চয়ের ব্যাপারে উৎসাহ যোগাতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

আলোচনা সভা শেষে অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। স্কুল ব্যাংকিং কনফারেন্সে জেলার মোট ১৪টি ব্যাংক ও ১৫টি স্কুল অংশ গ্রহণ করে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়