রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:৪৫, ৩০ জানুয়ারি ২০২১

শিক্ষার্থীদের ফরমের কিছু টাকা ফেরত দেয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ফরমের কিছু টাকা ফেরত দেয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি


পরীক্ষা না হওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা ফরম পূরণের সময় যে টাকা জমা দিয়েছিলেন, তার কিছু অংশ ফেরত পাবেন। শনিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরমপূরণ বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার একযোগে ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার মহামারীর মধ্যে পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাস করানো হলো।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গত বার এই সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬। তার আগের বছর ছিল ২৯ হাজার ২৬২।

আলোকিত রাঙামাটি