রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২০:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২০

‘শিক্ষার্থীরা ফুলের কুঁড়ি হয়ে নয়, ফুল হয়ে সৌরভ ছড়াবে’

‘শিক্ষার্থীরা ফুলের কুঁড়ি হয়ে নয়, ফুল হয়ে সৌরভ ছড়াবে’

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড: সৈয়দ গোলাম ফারুক বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা ফুলের কুঁড়ি হয়ে নয়, ফুল হয়ে সৌরভ ছড়াবে।

মাউশির মহাপরিচালক শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কাপ্তাই বড়ইছড়ি কর্নফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্কুলের সিনিয়র শিক্ষক রাজেস ভট্রাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর চট্রগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ডঃ গাজী গোলাম মওলা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার নুরে আলম ছিদ্দিকী, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, কাপ্তাই উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ফরিদ তালুকদার, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্কুল পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত এবং সংগীত শিক্ষক জ্যাকলিন তঞ্চঙ্গ্যা পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ

জনপ্রিয়