রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৮:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০

শুরুতেই ভারতের তিন উইকেট শিকার বাংলাদেশের

শুরুতেই ভারতের তিন উইকেট শিকার বাংলাদেশের

ভারতের উইকেট নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেটাররা


অস্ট্রেলিয়ায় গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তবে দুই দিন পর আজ ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগ্রেসরা। এ ম্যাচে শুরুতেই ভারতের তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভারে ৩ উকেট হারিয়ে ৭৮ রান।

শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। ইনিংসের দ্বিতীয় ওভারে দলকে সাফল্য এনে দেন অধিনায়ক নিজেই। তার চাতুর্যপূর্ণ বোলিংয়ে বিভ্রান্ত হয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন তানিয়া ভাটিয়া। এর আগে ২ রান করেন তিনি।

বাংলাদেশ দলকে দ্বিতীয়বার আনন্দে ভাসান পান্না ঘোষ। মেরে খেলতে থাকা শেফালী বর্মকে ৩৯ রানে ফেরান তিনি। এরপর ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরকেও আউট করেন পান্না। এর আগে তিনি করেন ৮ রান। বর্তমানে জেমিমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মা  ব্যাট করছেন।

এই ভারতকে হারিয়েই দেশকে প্রথমবার এশিয়া কাপের শিরোপা উপহার দিয়েছিলেন জাহানারা-রুমানারা। পার্থের ওয়াকায় বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের  প্রথম ম্যাচ হলেও ভারতের এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়েছিল তারা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়