রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৪৩, ২৬ জুন ২০২০

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট করোনা চিকিৎসায় ব্যবহারের সিদ্ধান্ত

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট করোনা চিকিৎসায় ব্যবহারের সিদ্ধান্ত

রাজধানীর চাঁনখারপুল এলাকায় অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করোনায় আক্রান্তদের চিকিৎসায় ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের চিঠি গত কয়েকদিন আগে এসেছে। সে অনুযায়ী কাজ চলছে। বর্তমানে ইনস্টিটিউটের আট ও নয় তলায় দুটি ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে।’

‘করোনা রোগীদের জন্য এই দুটি ওয়ার্ডে ৫০ থেকে ৬০ জনের চিকিৎসা করা যাবে’ বলে যোগ করেন তিনি।

ইনস্টিটিউটের বান ও প্লাস্টিক সার্জারি রোগীদের ও করোনা রোগীদের যাতায়াতের জন্য আলাদা লিফট ও সিঁড়ির ব্যবস্থা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন ডেইলি স্টারকে বলেন, ‘ইনস্টিটিউটের দুটি ওয়ার্ড, এসডিও সাপোর্ট ও কয়েকটি কেবিন আপাতত প্রস্তুত করা হচ্ছে। আগামী শনিবার নাগাদ আমরা ঢাকা মেডিকেলের করোনা রোগীদের সেখানে পাঠাতে পারবো বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘এটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার এক্সটেনশন হিসেবে কাজ করবে।’

রোগীদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে আরও কিছু অংশ বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।

পরিচালক আরও বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নার্স ও ডাক্তার দেওয়া হবে। পাশাপাশি ইনস্টিটিউটের ডাক্তার-নার্সদের সহায়তা নেওয়া হবে।’

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়