রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৩১, ৩ মে ২০২০

শ্রমজীবীদের নিয়ে বিশেষ ‘ইত্যাদি’র প্রচার আজ

শ্রমজীবীদের নিয়ে বিশেষ ‘ইত্যাদি’র প্রচার আজ

শ্রমজীবীদের নিয়ে বিশেষ ‘ইত্যাদি’


রফতানি প্রক্রিয়াকরণ এলাকা ঢাকার সাভারের ইপিজেডের সামনে ধারণ করা ইত্যাদির বিশেষ পর্ব পুনঃপ্রচার হবে আজ। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে এটি। এ পর্বটি উৎসর্গ করা হয়েছে শ্রমজীবী মানুষের উদ্দেশে।

ইত্যাদির এ পর্বে রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এর মধ্যে রয়েছে, চট্টগ্রামের বোয়ালখালীর-রক্তদাতা আশীষ কান্তি মুহুরি, কীটনাশকের বিকল্প, দেশের রফতানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোয় মালিক-শ্রমিকদের মধ্যে চমৎকার সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন।

এ ছাড়া শিল্প প্রতিষ্ঠানের কর্মবীরদের অংশগ্রহণে রয়েছে একটি দেশাত্মবোধক গান। এতে কণ্ঠও দিয়েছেন শ্রমজীবী শিল্পীরা। আরেকটি গান গেয়েছেন জনপ্রিয় শিল্পী সৈয়দ আবদুল হাদী ও সুবীর নন্দী। এ পর্বে দর্শক বাছাই করা হয়েছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা ও রফতানি পণ্য নিয়ে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে।

দ্বিতীয় পর্বে অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী মো. আবদুল জব্বার ও ফকির আলমগীর। আরো থাকছে মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশ। 

বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়