রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৬:২৮, ৭ মে ২০২০

সন্ধ্যার পরই উল্কাবৃষ্টিতে ছেয়ে যাবে আকাশ

সন্ধ্যার পরই উল্কাবৃষ্টিতে ছেয়ে যাবে আকাশ

উল্কাবৃষ্টি। ফাইল ছবি


কয়েকদিন আগেই আকাশে মহাজাগতিক আলোর উল্কাবৃষ্টিতে বুঁদ হয়েছিল বিশ্ববাসী। আকাশ মেঘমুক্ত থাকলে আজও সন্ধ্যার পর দেখতে পাবেন এই মহাজাগতিক দৃশ্য। জানা গেছে, ভোরের আগে যেকোনো সময় দেখা যাবে উল্কাবৃষ্টি।

জ্যোতির্বিজ্ঞানের কয়েকটি ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতি বছরই এপ্রিল মাসের মাঝামাঝি থেকে মে মাসের শেষের মধ্যে উল্কাবৃষ্টির দেখা মেলে। এবারও তার ব্যতিক্রম নয়। আজ রাতে ঘণ্টায় ১০ থেকে ১২ টি উল্কাপাত হতে দেখা যাবে। ভাগ্যে থাকলে এক ঘণ্টায় ৪০ টি তারা খসাও দেখতে পারেন আপনি।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, কোনো টেলিস্কোপ বা দূরবীনের প্রয়োজন নেই। খালি চোখে দেখা যাবে সেই দৃশ্য। তবে খুব জনবহুল জায়গা থেকে একটু দূরে গেলে ভালোভাবে দেখা যাবে। সবচেয়ে ভালো হয়, যদি কোনো অন্ধকার জায়গায় গিয়ে এটি দেখেন। তবে করোনা আবহে বাইরে না বেরোনোই বুদ্ধিমানের কাজ।

উল্কাবৃষ্টি বৃষ্টির মতোই আকাশ থেকে পড়ে। তবে সেটা দেখা যায় শুধু রাতে। দেখে মনে হয়, আকাশের তারা বুঝি খসে পড়ছে মাটিতে। এই পড়ন্ত বস্তুগুলো পৃথিবীর কাছাকাছি এলে বাতাসের সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে। যেন আতশবাজির বৃষ্টি পড়ছে।

আলোকিত রাঙামাটি