রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:১১, ১১ আগস্ট ২০২০

সব শ্রেণিতে দেয়া হতে পারে ‘অটো পাস’

সব শ্রেণিতে দেয়া হতে পারে ‘অটো পাস’

ছবি: ইন্টারনেট


করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। চলতি শিক্ষাবর্ষও শেষের দিকে। সরকারও এ বছরের শিক্ষাবর্ষ আগামী বর্ষে টেনে নিতে ইচ্ছুক নয়। সমাধানে এরইমধ্যে শুরু হয়েছে আলোচনা। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাসেই ডিসেম্বরে সব পরীক্ষা নেয়া হবে। নতুবা শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে দেয়া হবে ‘অটো পাস’।

গত কয়েক দিন ধরে এ নিয়ে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে (নেপ) বিশেষজ্ঞদের বৈঠক চলছে। তাছাড়া বুধবার এনসিটিবিতে  শুরু হচ্ছে কারিকুলাম বিশেষজ্ঞদের বৈঠক। এর আগে গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের বৈঠক হয়। এতে চলতি শিক্ষাবর্ষ ডিসেম্বরেই শেষ করার ব্যাপারে আলোচনা হয়। শিক্ষা সংশ্নিষ্ট দুই মন্ত্রণালয় পরিকল্পনা চূড়ান্ত করে শিগগিরই আবারও আলোচনায় বসবে বলে জানা যায়।

উল্লিখিত বিকল্পের আওতায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেটসহ (জেএসসি) পঞ্চম ও অষ্টম শ্রেণির চার পরীক্ষাও নিয়ে আসার চিন্তা রয়েছে বলেও জানা যায়। নভেম্বরের মধ্যে প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব না হলে ডিসেম্বরে স্কুল-মাদরাসা পর্যায়ে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা নেয়ার জন্য বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট (বেডু) থেকে সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে। পরে ওই পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি নির্ধারণ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বছরের ডিসেম্বরে পঞ্চম শ্রেণির শিক্ষা কার্যক্রম সমাপ্ত করার লক্ষ্য নিয়ে কারিকুলাম ও নতুন সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজ করছে জাতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন একাডেমি। এ লক্ষ্যে তাদের দুটি পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। একটি হলো- গুরুত্বপূর্ণ পাঠ্যগুলো নিয়ে প্রতিটি বিষয়ের আলাদা সিলেবাস তৈরি করা। দ্বিতীয় হলো ওই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পিইসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়