রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটি ডেস্কঃ-

প্রকাশিত: ২২:৫০, ৯ অক্টোবর ২০১৯

ইউপি আ`লীগের সম্মেলন

সভাপতি পরিতোষ চাকমা, সম্পাদক নিহার চাকমা

সভাপতি পরিতোষ চাকমা, সম্পাদক নিহার চাকমা

নানিয়ারচর উপজেলাধীন ৪ নং ঘিলাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ের কক্ষে বুধবার (৯ অক্টোবর) দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরিতোষ চাকমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল ও অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ ওহাব হাওলাদার।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশ উন্নত হয়। গত ১০ বছরে পার্বত্য চট্রগ্রামসহ দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। দেশ এখন উন্নয়নের রোল মডেল। কিন্তু আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এ্যাকশন শুরু হয়ে গেছে। এসময় বক্তারা দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান।

সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের  প্রচার ও প্রকাশনা সম্পাদক মমতাজুল হক মমতাজ, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক চিত্ত রঞ্জন দাশ, জেলা আওয়ামী লীগের  উপ দপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিম, উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি সুজিত তালুকদারসহ প্রমুখ নেতৃবৃন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চাকমা বাবুল।

ত্রি-বার্ষিক সম্মেলনে পরিতোষ চাকমাকে সভাপতি ও নিহার বিন্দু চাকমাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

আলোকিত রাঙামাটি