রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৫৭, ১৫ অক্টোবর ২০২০

সরকারি নির্দেশনা মোতাবেক কাপ্তাইয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

সরকারি নির্দেশনা মোতাবেক কাপ্তাইয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভায় বক্তাগণ বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এবার কাপ্তাইয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা মন্ডপে কেউ বিশৃঙ্খলা করলে তাকে ছাড় দেওয়া হবে না, কেউ যেন মাদক নিয়ে পূজা মন্ডপে প্রবেশ না করে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় সজাগ থাকবে।  

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও উপজেলার ৭টি পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে এক প্রস্তুতি সভায় বক্তাগণ এসব কথা বলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান সভায় সভাপতিত্ব করেন। 

প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) শফিউল আজম, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আরএমও ডাঃ ওমর ফারুক রনি, রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, চিৎমরম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিংথোয়াইও মারমা, কাপ্তাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সমলেন্দু বিকাশ দাশ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর মিন্টু, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি তপন কান্তি মল্লিক, সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু বক্তব্য রাখেন। 

প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের গাইডলাইন অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকলকে পুজা উদযাপন করার অনুরোধ জানান।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সীতাঘাট মন্দিরের সভাপতি রতন দাশ, সম্পাদক আশীষ দাশ, ব্রিকফিল্ড মন্দিরের সভাপতি দুলাল দাশ, সম্পাদক কাজল বরন দাশ, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দিরের সভাপতি মিলন কান্তি দে, সম্পাদক টিটু কান্তি দেব, মিশন সিদ্বিশ্বরি মন্দিরের সম্পাদক জগদীশ দাশ, মিশন আদি নারায়ণ বৈদান্তিক বিদ্যালয়ের সভাপতি নিতাই পদ দে, শিলছড়ি মন্দিরের সাধারণ সম্পাদক রুপন দাশ।

এছাড়া সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীসহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়