রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:১৫, ১৪ এপ্রিল ২০২০

সরকারী চাল কালো বাজারে বিক্রি, জহির কে ছাত্রলীগ থেকে বহিষ্কার

সরকারী চাল কালো বাজারে বিক্রি, জহির কে ছাত্রলীগ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদকঃ- দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের চাউলের ডিলার এবং মেরুং ইউনিয়ন (দক্ষিণ) শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিনকে ছাত্রলীগের সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে।

সোমবার রাত ৭ টায় দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জানানো হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল মিন্টু বলেন, ১ নং মেরুং ইউনিয়ন (দক্ষিণ) শাখার সভাপতি মোঃ জহির উদ্দিনের বিরুদ্ধে হতদরিদ্রদের মাঝে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা মূল্যের ৭০ বস্তা চাউল কালো বাজারে বিক্রির অভিযোগ পেয়েছি এবং বিভিন্ন মিডিয়ায় প্রচারিত সংবাদের ভিত্তিতে তাকে মেরুং ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি পদসহ ছাত্রলীগ হতে বহিস্কার করা হয়েছে।

আলোকিত রাঙামাটি