রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

ওমর ফারুক সুমনঃ-

প্রকাশিত: ১৮:২৩, ২৮ অক্টোবর ২০২০

সাজেকে সড়ক দূর্ঘটনায় আহত দুইজনকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

সাজেকে সড়ক দূর্ঘটনায় আহত দুইজনকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

 গুরুতর আহত ২ জনকে সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হচ্ছে ছবি:- আলোকিত রাঙ্গামাটি


ওমর ফারুক সুমনঃ- রাঙামাটি জেলার বাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ গুরুতর আহত ২ জনকে সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে। আজ বিকাল ৪ টায় খাগড়াছড়ি স্ট্যাডিয়াম থেকে হেলিকপ্টারটি আহতদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়ে যায়।

উল্লেখ্য, বুধবার (২৮ অক্টোবর) সাজেক সড়কের মাচালং বাজার মন্দির সংলগ্ন এলাকায় দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক মোঃ জামিল (২২) ও আরোহী মোঃ মোরশেদ কবির শোভন (২৪) নামের দুই পর্যটক। আহত দুইজনের গ্রামের বাড়ি বরিশাল শহরে এবং দুজনই ঢাকায় পড়াশুনা করেন বলে জানা যায়।


পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ ছবি:- আলোকিত রাঙ্গামাটি

স্থানীয়রা জানায়, মোটরসাইকেল চালক ও আরোহী পর্যটক দুইজন সাজেক যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে পর্যটকবাহী পিকআপ সাজেক থেকে ফিরছিল, গাড়ী দুটিই বেপরোয়া গতিতে চলছিল, যার ফলে এই দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নিরাপত্তাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়।

আরোও পড়ুন রাঙামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ী উল্টে আহত ৯

এদিকে, সংঘর্ষকারী মোটরসাইকেল নম্বর হলো, ঢাকা মেট্রো ল- ২০-০৭০২ ও পিকআপ গাড়ির নম্বর চট্ট-মেট্রো ১১-৫১৮৫।
 

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: