রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:৫৯, ৩ জুন ২০২০

বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছে রাঙামাটি জেলা প্রশাসন

বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছে রাঙামাটি জেলা প্রশাসন

রাঙ্গামাটি প্রতিনিধিঃ- রাঙামাটিতে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতসহ সামাজিক দূরত্ব ও বাজার মনিটরিং করতে মাঠে নেমেছে রাঙামাটি জেলা প্রশাসন। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে শহরে চলাচলরত মানুষ যাতে মুখে মাস্ক ব্যবহার করে তার জন্য জোর তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় ও বাজার দর নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন।

বুধবার (৩ জুন) সকালে রাঙামাটি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রাঙামাটি শহরের প্রধান প্রধান সড়ক, ট্রাক ট্রার্মিনাল, দোয়েল চত্বর, ব্যস্ততম জায়গাসহ বনরূপা, রিজার্ভ বাজার এবং তবলছড়ি বাজারে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকালে মুখে মাস্ক ব্যবহার না করার কারণে আটক ও বাজার ব্যবস্থায় অতিরিক্ত দ্রব্যমূল্যের কারনে জরিমানা করা হচ্ছে।

এসময় রাঙামাটি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, আইন শৃংখলা বাহিনীর সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। যাতে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার নিশ্চিতসহ বাজার ব্যবস্থায় কোন অসাধু ব্যবসায়ি জনসাধরণের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে। প্রশাসনের পক্ষ থেকে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: