রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:৩৭, ২৪ অক্টোবর ২০২০

সিলিন্ডার বিস্ফোরণ ঠেকাতে খাগড়াছড়িতে অভিনব পদ্ধতি

সিলিন্ডার বিস্ফোরণ ঠেকাতে খাগড়াছড়িতে অভিনব পদ্ধতি

সিলিন্ডার বিস্ফোরণে ক্ষয়ক্ষতি কমাতে বাড়িওয়ালার অভিনব পদ্ধতি। ছবি: সংগৃহীত


রান্নার কাজে অনেকেরই ভরসা এলপিজি বা সিলিন্ডারের গ্যাস। অসাবধানতার কারণে মাঝেমধ্যে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি প্রাণহানিও। তাই খাগড়াছড়ি শহরের এক বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষয়ক্ষতি কমাতে অভিনব পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

খাগড়াছড়ি পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকার বিল্লাল হোসেন নামের এক বাড়িওয়ালার মাথায় অভিনব এ বুদ্ধি আসে। পাঁচ তলা ভবনের প্রতিটি রান্না ঘরের বাইরের দেয়ালে লোহার খাঁচা তৈরি করে সেখানে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার।

বিল্লাল হোসেন জানান, খবরের কাগজ কিংবা টেলিভিশন খুললেই প্রতিনিয়ত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা চোখে পড়ে। অনেকেই প্রাণ হারান, পুড়ে যান। তাই অনেক ভেবে-চিন্তে দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ কমাতেই এ উদ্যোগ গ্রহণ করেছি।

এ বাড়িতে বসবাসকারীরাও মনে করছেন, অভিনব এ পদ্ধতি গ্রহণের ফলে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলেও ক্ষতি কম হবে।তাই ঘর ভাড়া একটু বেশি হওয়া সত্যেও নিরাপত্তার এ ব্যবস্থা দেখে তারা বসবাস করছেন বলে জানা যায়।

ভাড়াটিয়া সেলিম মোল্লা বলেন, রান্না ঘরের বাইরে গ্যাস সিলিন্ডার রাখার ব্যবস্থা রয়েছে দেখে আগ্রহী হয়েই এখানে থাকা। গ্যাস সিলিন্ডার ঘরের ভেতর থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তবে বাইরে রাখলে ক্ষতির পরিমাণটা কমতে পারে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ-সহকারী পরিচালক দিদারুল আলম জানিয়েছেন, এ ধরনের ব্যবস্থায় দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানি কমতে পারে। তবে বাইরের দেয়ালে গ্যাস সিলিন্ডার ঝুলিয়ে রাখা এই প্রথম হওয়ায় এ নিয়ে পরীক্ষানিরীক্ষা করা যেতে পারে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়