রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৫৭, ২১ এপ্রিল ২০২১

সিসি ক্যামেরার আওতায় আসছে বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়

সিসি ক্যামেরার আওতায় আসছে বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়
 উপজেলা পরিষদ কার্যালয়ে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা- ছবি:- আলোকিত রাঙ্গামাটি

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

বুধবার (২১ এপ্রিল) সকাল থেকে এই ক্যামেরা স্থাপনের প্রক্রিয়ার উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারী বুধবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুই সন্ত্রাসী। এর পরেই নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় প্রাথমিক ভাবে ৮টি ক্যামেরার মাধ্যমে পুরো উপজেলা পরিষদ কার্যালয় সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, পর্যায়ক্রমে পুরো উপজেলার হাট বাজার ও গুরুত্বপূর্ণ অফিস স্থাপনাগুলোও সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়