রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

জাবেদ মোহাম্মদ নূর

প্রকাশিত: ১৫:৩৫, ২৪ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

সে আসে ভোরে... সবার অগোচরে, চুপেচুপে !

সে আসে ভোরে... সবার অগোচরে, চুপেচুপে !

আমি তার আগমনের কোন অর্থ বুঝি না । সে কি আমায় ভালোবাসে, তা ও ঠিক বুঝে উঠতে পারি না । তার মতি-গতির কোন ঠিক নাই, অনেকটা সুন্দরী রমণীর মতো, রহস্যে ঘেরা, বোঝা মুশকিল । সে আবার তার মর্জিমতো আসে, একদিন আসে তো তিনদিন দেখা নাই । আর আমিও যে তার জন্য ছটপট করে অপেক্ষা করি তা ও না । এতো ভোরে প্রেমিকার জন্য ও বোধহয় আজকাল কেউ অপেক্ষায় থাকে না । শুধু ঘুম থেকে দেরীতে উঠার পরই কেবল বুঝি আজ সে আসেনি । তবে এটা ঠিক সে যেদিনই আসুক না কেন নিদির্ষ্ট সময়েই আসে । কি সময়ানুবর্তিতা …।

অনকদিন চেষ্টা করেছি তার ছবি তুলতে। মোবাইলটা হাতে নিলেই কি করে বুঝে কে জানে, মুখটা ঘুরিয়ে উড়াল দেয়, আমার কাছে তারে তখন খুব লাজুক বউয়ের মতো মনে হয়। আজ শেষমেষ ধরা দিলো...। সে দেখতে যতো না সুন্দর তারচেয়ে তার ড্রিল করার শব্দ অসাধারণ: ক-ড়-ড়ড়, ক-ড়-ড়ড়ড়, ক-ড়-ড়ড়.. প্রেমে পড়ার মতো। প্রথমদিন এই শব্দে ভয়ে লাফ দিয়ে উঠে ঘুম ভেঙ্গে ছিল। আর আজ সে একই শব্দকে বড়ো মধুর মনে হয়, সে শব্দ-প্রেমে মজে আছি। মানুষ বড়ই অদ্ভুত !

আর আমার ও কপাল একখান ! ঠোকরান্না পাখি কপালে জুটে। ক্যান, একটা ময়না/টিয়া/শ্যামা/বউ কথা কও/টুনটুনি/ঝুনঝুনি জুটতে পারতো না !

যাক.. অবশেষে তবুও তো কেউ এলো! ভালোবাসি ভালোবাসার কাঠঠোকরা…ভালোবাসি ঠোকরান্না পাখি...।

আলোকিত রাঙামাটি