রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৩৩, ২১ মে ২০২০

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় নানিয়ারচরে ১ মিনিটের ঈদ বাজার

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় নানিয়ারচরে ১ মিনিটের ঈদ বাজার

নানিয়ারচর প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচরে করোনা ভাইরাস এর প্রতিকুলতায় অসহায় মানুষদের সেবায় ১৫০ জনের মাঝে বিনামূল্যে ১ মিনিটের ঈদ বাজার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ও ৭ইবি (নানিয়ারচর জোন) এর ব্যবস্থাপনায় নানিয়ারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে করোনা ভাইরাস এর প্রতিকুলতায় অসহায় মানুষদের সেবায় ১৫০ জনের মাঝে বিনামূল্যে ১ মিনিটের ঈদ বাজার অনুষ্ঠিত হয়।

উক্ত বাজারে উপস্থিত ছিলেন, লেঃ কর্ণেল মোঃ কাইয়ুম হোসেন, অধিনায়ক ৭ইবি, মেজর মোঃ মাহবুব আলম, মেজর মুনতাসির রহমান জোন এবং অন্যান্য অফিসার, জেসিও, বিভিন্ন পদবীর সেনাসদস্য, মিডিয়াকর্মী এবং উপকারভোগী সদস্য।

বাজারে উপকারভোগী সকলকে চাল- ০৫ কেজি, তৈল- ০১ কেজি, ডাল- ০১ কেজি, চিনি- ০১ কেজি, লবণ- ০১ কেজি, আলু- ০১ কেজি, মিষ্টিকুমড়া- ০১টি, সাবান- ০১টি, শাড়ী কাপড়- ০১টি, বাজার ব্যাগ- ০১টি, গুড়া দুধ- ২০০ গ্রাম, লাচ্ছা সেমাই- ০১ প্যাকেট এবং লুঙ্গি- ০১টি।

১ মিনিটের ঈদ বাজারে আগত সদস্যগণ তাদের নিত্যপ্রয়োজনীয় সব উপকরণ পেয়েছেন বিনামূল্যে। বাজারে সুশৃঙ্খল ভাবে যথাযথ স্বাস্হ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিপদগ্রস্ত অসহায় মানুষের হাতে পণ্য সামগ্রী তুলে দেয়া হয়।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ