রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

ক্রীড়া প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৪:৪৩, ৯ ডিসেম্বর ২০১৯

স্বর্ণ জিতে কান্নাভেজা গলায় যা বললেন সুমা

স্বর্ণ জিতে কান্নাভেজা গলায় যা বললেন সুমা

ছবিঃ সংগৃহীত


চলমান এসএ গেমসে দশে দশ পেয়েছে বাংলাদেশের আর্চাররা। এই ডিসিপ্লিনের দশটি ইভেন্টের সবকটিতেই সোনা জিতে অন্যরকম রেকর্ডই করেছে লাল সবুজের প্রতিনিধিরা। এদিন স্বর্ণ জয়ের পর কান্নায় ভেঙ্গে পড়েন সুমা বিশ্বাস। কান্নাভেজা গলায় তুলে ধরেন নিজের অনুভূতি। 

আর্চারির স্বর্ণকন্যা সুমা বিশ্বাসের স্বর্ণপদক জেতার গল্পটা একটু অন্যরকম! আর্চারি দলের সঙ্গে তিনি নেপালে এসএ গেমসে ছিলেন ঠিকই। তবে একেবারে মূল আসরে প্রতিযোগী হিসেবে নেমে পড়বেন-এমন চিন্তাও ছিল না তার। সামনের সারিতে যে আছেন আরো তিনজন তারকা। দলে শ্রেষ্ঠত্বের ক্রম তালিকা অনুযায়ী তিনি ছিলেন চতুর্থ স্থানে। কিন্তু হঠাৎ করে সুযোগ পেয়ে যান। সুযোগকে কাজে লাগাতে ভোলেননি সুমা। থেমেছেন স্বর্ণপদক জয় করেই। 

নারীদের কম্পাউন্ডের এককে স্বর্ণ জেতার পর সুমা বিশ্বাস কান্নাভেজা গলায় বলেন, ‘দেশ থেকে আসার সময় একটা স্বপ্ন দেখছিলাম আমি। ঢাকা থেকে যখন আমাদের বিমান টেকঅফ করবে তখন আমি মনে মনে বলেছিলাম, হে আল্লাহ আমি যদি বাংলাদেশের পতাকা একটু উড়াইতে পারতাম! একটু যদি স্যালুট দিতে পারতাম। অনেক দিন পতাকাকে স্যালুট দিতে পারছি না। মনে মনে স্বপ্ন দেখতাম-আমার সামনে বিজয় মঞ্চে বাংলাদেশের পতাকা উড়ছে, আর আমি স্যালুট দিচ্ছি। আল্লাহ আমার মনের সেই আশা পূরণ করে দিয়েছেন। সত্যি বলছি আমার স্বপ্ন এভাবে সত্যি হবে সেটা কখনোই ভাবতে পারিনি!’

এছাড়া কোচ ও কর্মকর্তাদের আস্থার প্রতিদান দিতে পেরেও খুব খুশি সুমা। তিনি বলেন,‘আমার এই কান্না আনন্দের। আমি এখানে আসতেই পারতাম না। স্যারেরা ও কোচ আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। আমার ওপর আস্থা রাখেন। আজ আমি সোনা জিততে পেরেছি। খুব ভালো লাগছে।’

আলোকিত রাঙামাটি