রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ০০:৩৬, ২৬ অক্টোবর ২০১৯

স্বাভাবিক প্রসবে দৃষ্টান্ত নানিয়ারচর স্বাস্থ্য কেন্দ্র

স্বাভাবিক প্রসবে দৃষ্টান্ত নানিয়ারচর স্বাস্থ্য কেন্দ্র

ইচ্ছা থাকলে উপায় হয়। তেমনি এক গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি করে সেরকমই দৃষ্টান্ত স্থাপন করেছেন নানিয়ারচর সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসরা। গত বুধবার (২৩ অক্টোবর) নানিয়ারচর সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই প্রথম একটি সফল স্বাভাবিক ডেলিভারি সেবা প্রদান করা হয়। এতে মা এবং নবজাতক দুজনেই সুস্থ আছে। বর্তমানে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক প্রসব সেবার কোন বিকল্প নেই। সেই লক্ষ্যে নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সকলের সম্মিলিত প্রয়াসে সর্বপ্রথম নানিয়ারচর উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধিভুক্ত নানিয়ারচর সদর ইউনিয়ন স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা প্রদান করা হলো। 

রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ এর সার্বিক নির্দেশনায় এবং নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ক্লিনিক প্রধান ডাঃ রবিন ভট্টাচার্য (এমসিএইচ-এফপি) এর সার্বিক তত্বাবধানে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিসেস রিয়া চাকমার সহযোগিতায় পরিবার কল্যাণ পরিদর্শিকা পুষ্প সোনা চাকমা এবং রুমা চাকমা এই প্রসব সেবা প্রদান করেন। 

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের এমন সাফল্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাউসুদ পারভেজ মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ নুয়েন খীসা সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

 

 

ইউএনও মাউসুদ পারভেজ মজুমদার কেন্দ্রে এসে মা এবং নবজাতককে দেখে যান। সেই সাথে এই কেন্দ্রে যেনো ২৪/৭ প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব সেবা চলমান থাকে সে ব্যাপারে সকলকে সচেষ্ট থাকতে দিক নির্দেশনা প্রদান করেন।

নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ক্লিনিক প্রধান ডাঃ রবিন ভট্টাচার্য আলোকিত রাঙ্গামাটিকে জানান, এই সাফল্যের সবটুকুর অংশীদার নানিয়ারচরবাসী। নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশুর জন্ম আগামীতে যেন সুনিশ্চিত হয় সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। আগামীতে নানিয়ারচর উপজেলাকে সিজার মুক্ত করাই হবে আমাদের মূল লক্ষ্য।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়