রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:০১, ১১ মার্চ ২০২০

স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে করোনাভাইরাস নিয়ন্ত্রণ কক্ষ

স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে করোনাভাইরাস নিয়ন্ত্রণ কক্ষ

নিজস্ব প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ব প্রস্তুতি হিসেবে “করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কক্ষ” তৈরী করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলাদা ভবনের একটি কক্ষকে “করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কক্ষ” হিসেবে চালু করা হয়।

সরেজমিন ঘুরে দেখা যায়, কক্ষটিতে একটি খাট (লেপ তোষক সহ) একটি ড্রেসিং টেবিল, একটি টিভি, একটি চেয়ার রয়েছে। এছাড়া কক্ষটিতে এটাচ বাথরুম রয়েছে। 

এব্যাপারে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার জানান, কক্ষটিতে বাথরুম ছিলো না। জরুরী ভিত্তিতে এটাচ বাথরুম তৈরী করে “করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কক্ষ” হিসেবে চালু করা হয়েছে। তিনি আরো জানান, করোনা ভাইরাস রোগী যদি সনাক্ত হয় তবে এ কক্ষেই চিকিৎসা প্রদান করা যাবে।

আলোকিত রাঙামাটি