রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:১১, ১২ জানুয়ারি ২০২০

সৎ মার ছুরির আঘাতে সাড়ে ৪ বছরের শিশুর অবস্থা আশংকাজনক; সৎ মা আটক

সৎ মার ছুরির আঘাতে সাড়ে ৪ বছরের শিশুর অবস্থা আশংকাজনক; সৎ মা আটক

সৎ মার ছুরির আঘাতে ‍গুরুতর আহত সাড়ে ৪ বছরের শিশু ফারজান ​​​ছবিঃ- আলোকিত রাঙ্গামাটি


সৎ মা কাউছার ফেরদৌসের ছুরির আঘাতে সাড়ে ৪ বছরের শিশু ফারজানের অবস্থা আশংকাজনক। আজ দুপুরে রাঙামাটি শহরের সোনালী বাগ এলাকায় সৎ মা ছুরি দিয়ে গলা কেটে দিলে এই ঘটনা ঘটে। পরে ছেলের চিৎকারে ফারজানের মা ছুটে আসলে তাকেও হত্যা চেষ্টা চালায় সৎ মা। মা ফারজানা চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। 

 

আটক সৎ মা কাউছার ফেরদৌস ছবিঃ- আলোকিত রাঙ্গামাটি

 

স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশুটিকে দ্রুত রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে। 

হাসপাতালের আরএমও জানান, মুমুর্ষ অবস্থায় শিশুটিকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রাঙামাটি মেডিকেল কলেজের ডাক্তারদেও সহযোগিতায় আমরা শিশুটির চিকিৎসা দিচ্ছি। গলায় প্রায় ৫ থেকে ৬ ইঞ্চির মতো কাটা গেছে। শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।  

আহত শিশুর মা ফারজানা আক্তার জানান, সে দুপুরের দিকে বাসায় ছাদে কাপড় শুকাতে গেলে এক পর্যায়ে আমার স্বামীর প্রথম স্ত্রী কাউছার ফেরদৌস আমার বাসায় এসে আমার শিশুকে বাথরুমে নিয়ে গিয়ে গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় আমার ছেলের চিৎকার শুনে আমি রুমে আসলে দেখি আমার ছেলেকে সে ছুরি দিয়ে গলা কেটে ফেলছে। আমাকে দেখে সে আমার ছেলেকে ছেড়ে আমাকে হত্যার উদ্দেশ্যে তারা করে। পরে আমার চিৎকার শুনে আসে পাশের লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে করে। ঐ মহিলাকে আটক করে আমার ছেলেকে স্থানীয়দের সহযোগিতায় রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসে। 

রাঙামাটি সদর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে হামলাকারী মহিলাকে আটক করতে সক্ষম হয়। আহত শিশু ফারজানের মায়ের বক্তব্যে শুনে আমরা আইনী প্রক্রিয়া শুরু করবো।

তিনি বলেন, শিশুটি অবস্থা এখনো আশংকামুক্ত না।

আলোকিত রাঙামাটি