রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:০৩, ৩ জুন ২০২০

হাজার পরীক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ পেয়েছে মিন্টুলি চাকমা

হাজার পরীক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ পেয়েছে মিন্টুলি চাকমা

|| বাঘাইছড়ি প্রতিনিধি || রাঙামাটির বাঘাইছড়িতে হাজারো পরীক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ পেয়েছে মিন্টুলি চাকমা। 

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বাইছড়িতে মোট এসএসসি পরীক্ষার্থী সংখ্যা ১০৩১ জন পাশ করেছে ৯৩২ জন শিক্ষার্থী, এক মাত্র জিপিএ-৫ পেয়েছে খেদারমারা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী মিন্টুলি চাকমা। সে খেদারমারা এলাকার প্রিয়োল কান্তি চাকমার মেয়ে। 

মিন্টুলি চাকমার মা কালাবি চাকমা জানান, সে ৪র্থ শ্রেণীতেও সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছিলো।

খেদারমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন চাকমা বলেন, মিন্টুলি ছাত্রী হিসেবে খুবই নম্র ও ভদ্র পড়াশোনায় খুবই ভালো। সে প্রতিনিয়ত ৪ কিলোমিটার পায়ে হেটে বিদ্যালয়ে আসে আমরা শুরুতেই আশাবাদী ছিলাম সে ভালো ফলাফল করবে এবং সে করেছে আমারা শিক্ষকমন্ডলী তার উজ্বল ভবিষ্যৎ কামনা করি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবিব জিতু বলেন, আমি সংবাদ পেয়েছি পুরো উপজেলায় একমাত্র মিন্টুলি চাকমা মানবিক ভিবাগ থেকে  জিপিএ-৫ পেয়েছে। ইতোমধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলেছি মিন্টুলি চাকমাসহ পুরো উপজেলার পরীক্ষার্থীর ফলাফলসিট প্রেরণ করতে, ফলাফলসিট পর্যালোচনা করে মেধাবীদের সংবর্ধনা দেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়