রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ২১:১৭, ৮ ডিসেম্বর ২০১৯

হাজী মুছা মাতব্বরকে মৃত্যু পরোয়ানার চিঠি; বিভিন্ন সংগঠনের নিন্দা

হাজী মুছা মাতব্বরকে মৃত্যু পরোয়ানার চিঠি; বিভিন্ন সংগঠনের নিন্দা

এবার মৃত্যুর পরোয়ানা পেলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ হাজী মুছা মাতব্বর। মৃত্যু পরোয়ানা পাবার দুই দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ পদ থেকে পদত্যাগ না করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে জেলা আওয়ামী লীগের এই নেতাকে। রবিবার (৮ ডিসেম্বর) সকালে ডাকযোগে এই পত্রের মাধ্যমে এই মৃত্যুর পরোয়ানা পাঠানো হয় বলে জানান সাধারণ সম্পাদক মুছা মাতব্বর। 

ডাকযোগে প্রেরিত এই পত্রে ‘জেএসএস’ থেকে পাঠানো হয়েছে উল্লেখ করে বলা হয়:-

-----------------------------------------------------------------------------------------------------

মুছা, তোমার বুকের পাটাতো দেখছি অনেক বড়। এতকিছুর পরও এখনো তুই রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সড়ে দাঁড়াসনি দেখে সত্যিই হতবাক হচ্ছি আমরা। তবে যা হওয়ার ছিল তাতো হয়েছে এবং তোর সময়ও শেষ হয়ে এসেছে। আর বেশী দিন সময় তোর হাতে নেই। তাই বলছি যদি প্রাণে বাঁচতে চাস তা হলে এই মৃত্যুর পরোয়ানা পাবার ২দিনের মধ্যে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াবি। না হলে বুঝতেই তো পারছিস তোর অবস্থা কি হতে যাচ্ছে। কেননা তোর কাফনের কাপড় কেনা হয়ে গেছে, যার এই টুকরা তোর জন্য পাঠালাম, যাতে তোর টনক নড়ে। 

-----------------------------------------------------------------------------------------------------

মৃত্যু পরোয়ানা বিষয়ে মুছা মাতব্বর বলেন, দলীয় সম্মেলনের প্রচার শুরুর পর থেকেই আমার ওপর একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। গত কয়েকদিনের সম্ভাব্য বিভিন্ন জনের গতিবিধি লক্ষ্য করে শনিবার (৭ ডিসেম্বর) আমি রাঙামাটি কোতয়ালী থানায় একটি জিডি করেছি। জিডি করার পরেরদিনই মৃত্যু পরোয়ানা নিয়ে একটি চিঠি পেলাম। চিঠির প্রেরক হিসেবে ‘জেএসএস’ এর নাম থাকলেও তিনি সংগঠনটিকে দোষারোপ করছেন না।

তিনি বলেন, সম্মেলনকে ঘিরে যে গ্রুপটি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সে গ্রুপটি এই কাজটি করে থাকতে পারে বলে জানান তিনি। কারণ হিসেবে তিনি বলেন, যেহেতু তাদের টার্গেট ছিল আমার সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করবে, আর চিঠিতে আমাকে এখনো সাধারণ সম্পাদক থেকে সরে না যাওয়ায় হুমকি দিচ্ছে। এতে বিষয়টি পরিস্কার হয়ে গেছে কারা এই বিষয়টি ঘটানোর চেষ্টা চালাচ্ছে। 

পদত্যাগ করার কোন পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুর সৈনিকরা কখনো মাথা নত করে না। দলের প্রয়োজনে যতদিন নেতাকর্মীরা চাইবে, ততদিন পর্যন্ত আমি আমার কাজ করে যাবো। মৃত্যু ভয়ে আমি ভীত নই। এই বিষয়ে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান।

এদিকে পোষ্ট অফিসের রেজিষ্টার্ড ভূক্ত প্রেরিত এই চিঠিতে খামের উপর কৃষ চাকমা, কলেজ গেইট, রাঙ্গামাটি সদর, রাঙ্গামটি লেখা রয়েছে। এতে ১০ডিজিটের (০১৮০৩৭৮৫৪২) একটি মোবাইল নাম্বার দেখা আছে। চিঠিতে জ-৩০৮, ৫/১২/১০ইং নম্বরে রেজিষ্টার্ডভূক্ত হয়।

এর আগে সম্মেলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের অীভযোগ এনে তারাই ভাতিজা ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন পারভেজ গত ১৭ নভেম্বর একটি জিডি দায়ের করেন। এর পর সম্মেলন স্থগিতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুছা মাতব্বরের বিরুদ্ধে একটি ভিডিও ছড়িয়ে পড়লে সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত কয়েকদিন বিভিন্ন জনের সম্ভাব্য গতিবিধি লক্ষ্য করে গত ৭ ডিসেম্বর থানায় একটি জিডি করার পর ৮ ডিসেম্বর সকালে মৃত্যু পরোয়ানার একটি চিঠি পেলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর। 

পোষ্ট অফিসের রেজিষ্টার্ড ভূক্ত প্রেরিত এই চিঠিতে খামের উপর কৃষ চাকমা, কলেজ গেইট, রাঙ্গামাটি সদর, প্রেরিত চিঠিতে বলা হয়, মুছা, তোর বুকের পাটাতো দেখছি অনেক বড়। এত কিছুর পরও এখনো তুই রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াস নি দেখে সত্যিই হতবাক হচ্ছি আমরা। তবে যা হওয়ার ছিল তাতো হয়েছে এবং তোর সময়ও শেষ হয়ে এসেছে। আর বেশি দিন সময় তোর হাতে নেই। তাই বলছি যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এই মৃত্যু পরোয়ানা পাবার ২ (দুই) দিনের মধ্যে সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াবি।

না হলে বুঝতেই তো পারছিস তোর অবস্থা কি হতে যাচ্ছে। কেননা তোর কাফনের কাপড় কেনা হয়ে গেছে। যার এক টুকরা তোর জন্য পাঠালাম, যাতে তোর টনক নড়ে।

জেএসএস, রাঙ্গামাটি।

বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবি লীগ রাঙামাটি জেলা শাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ:-

রাঙামাটি জেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরকে প্রাণ নাশের হুমকী প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবি লীগের রাঙামাটি জেলা শাখার সভাপতি উদয়ন বড়–য়া এক এই নিন্দার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, যারাই এই ঘৃর্ণতম কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করতে প্রস্তুত রয়েছি। প্রশাসন যদি এই হুমকী দাতাকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসতে না পারে তাহলে আমরা যে কোন মুহুর্তে আন্দোলনের যেতে হবে। কমিটির পক্ষ থেকে হুমকী দাতাকে গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি। 

জাতীয় শ্রমিকলীগ রাঙামাটি জেলা শাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ:-

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বরকে প্রাণ নাশের হুমকী প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় শ্রমিকলীগ রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে সাধারণ সম্পাদক শামসুল আলম এই নিন্দার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, যারাই এই ঘৃর্ণতম কাজ করেছে তারা আওয়ামী লীগকে হুমকী দিয়েছে। শ্রমিকলীগ রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে হুমকী দাতাকে গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান তারা। প্রশাসন যদি এই হুমকী দাতাকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসতে না পারে তাহলে আমরা যে কোন মূহুর্তে আন্দোলনের যেতে পারে রাঙামাটি শ্রমিকলীগ। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়