রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৩১, ২১ ফেব্রুয়ারি ২০২১

হাতের নাগালে হাসপাতাল, খুশি ৪০ গ্রামের মানুষ

হাতের নাগালে হাসপাতাল, খুশি ৪০ গ্রামের মানুষ
জগদল ২০ শয্যার হাসপাতাল

অসুস্থ হলেও দরিদ্র-অসহায় পরিবারের লোকজন টাকার অভাবে উপজেলা কিংবা জেলা সদরে গিয়ে চিকিৎসা নিতে পারতেন না। ঘরে বসেই যন্ত্রণায় ভুগতেন, সহ্য করতেন কষ্ট। আর এসব মানুষের কষ্ট লাঘবে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যার হাসপাতালের উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

হাতের নাগালে এমন একটি হাসপাতাল পেয়ে খুশি প্রায় ৪০টি গ্রামের লক্ষাধিক মানুষ। খুশিতে এলাকায় বের করা হয় আনন্দ মিছিল। শনিবার বিকেলে হাসপাতালটির উদ্বোধন করা হয়।

জগদল ইউনিয়নের বাসিন্দা আব্দুল মতিন বলেন, কল্পনাও করতে পারিনি এ হাসপাতালের কার্যক্রম চালু হবে। কিন্তু অসম্ভবকে সম্ভব করেছেন পরিকল্পনামন্ত্রী। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।

আরেক বাসিন্দা জাহেদ আহমদ বলেন, হাসপাতালটি চালু হওয়ায় আমরা অনেক খুশি। ১০-১২ বছর ধরে চিকিৎসা পেতে আমাদের খুব কষ্ট হয়েছে।

নূর নাহার বলেন, অনেক দিন ধরে অসুখে ভুগছি। টাকার অভাবে দিরাই বা সুনামগঞ্জে গিয়ে ডাক্তার দেখাতে পারিনি। বাড়ির পাশে হাসপাতালটি চালু হওয়ায় বিনা টাকায়, বিনা ভোগান্তিতে ডাক্তার দেখাতে পেরেছি। ওষুধও বিনামূল্যে পেয়েছি।

আলোকিত রাঙামাটি