রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৫:২১, ৮ মে ২০২১

হাসতে পারছেনা নানিয়ারচরের সিএনজি ও মোটরবাইক চালকরা

হাসতে পারছেনা নানিয়ারচরের সিএনজি ও মোটরবাইক চালকরা

করোনা ভাইরাস এর কারনে গেলো মাসের ১৪ এপ্রিল হতে দেশে লকডাউনের প্রভাবে ক্ষতির মুখে বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষেরা। লকডাউন সীমিত করা হলেও অভ্যন্তরীণ যান চলাচল শুরু হলেও যেন ক্ষতির রেশ কেটে উঠছে না পার্বত্য জেলা রাঙামাটির দূর্গম নানিয়ারচর উপজেলার সিএনজি ও মোটরবাইক চালকদের।

নানিয়ারচর মোটরবাইক সমিতির সুত্রে জানা যায়, নানিয়ারচরে মোট প্রায় ১২০ থেকে ১৩০টি মোটর ও অটোরিকশা রয়েছে।

উপজেলার এক অটোরিকশা চালক বলেন, লকডাউনের ফলে দূরের ভাড়া বন্ধ হয়ে গিয়েছে আশপাশের দূর্গম এলাকা গুলোতে ভাড়া পেলেও এই আয়ে পোষাচ্ছে না, আগে যেখানে দিনে ১২ থেকে ১৫ শত টাকা আয় হয়, এখন দিনে ৪ শত টাকা আয় করতে কষ্ট হচ্ছে।

নানিয়ারচর মোটরবাইক সমিতির সভাপতি মোঃ কবির হোসেন জানায়, লকডাউনের ফলে ভাড়া কমে গিয়েছে অভ্যান্তরীন গাড়ি চলাচল চালু হলেও রাঙামাটি, খাগড়াছড়ি, মানিকছড়ির তেমন কনো ভাড়া হচ্ছে না। অনেকে এই মোটর অটোরিকশা চালানো বন্ধ করে দিয়েছে, যারা চালাচ্ছে খুবই শোচনীয় অবস্থায় রয়েছে।

আলোকিত রাঙামাটি