রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৩৯, ২৬ এপ্রিল ২০২১

১৩ রমজানে আল্লাহর ক্ষমা লাভের দোয়া

১৩ রমজানে আল্লাহর ক্ষমা লাভের দোয়া
ফাইল ছবি

পবিত্র রমজানুল মোবারককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের। এই দিনগুলো করুণাময় আল্লাহর দরবারে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনার। মুসলিম উম্মাহ আল্লাহ তাআলার নিকট ক্ষমা লাভে রোনাজারি, কান্না-কাটি করবে।

মাগফিরাতের তৃতীয় রমজান আজ। আল্লাহ তাআলা মানুষকে এ দশকে ক্ষমা করেন। আল্লাহর ক্ষমা লাভে রমজানের ১৩তম দিনে মুসলিম উম্মাহর জন্য এ দোয়াটি তুলে ধরা হলো-

উচ্চারণ: আল্লাহুম্মা ত্বাহহিরনি ফিহি মিনাদ্দানাসি ওয়াল আক্বজার; ওয়া সাব্বিরনি ফিহি আ’লা কাইনাতিল আক্বদার; ওয়া ওয়াফফিক্বনি ফিহি লিত্তাক্বা ওয়া সুহবাতিল আবরার; বিআ’ওনিকা ইয়া কুর্রাতা আ’ইনিল মাসাকিন।

অর্থ: হে আল্লাহ! এদিনে আমাকে কলুষতা ও অপবিত্রতা থেকে পবিত্র কর। যা কিছু তকদির অনুযায়ী হয় তা মেনে চলার ধৈর্য আমাকে দান কর। তোমার বিশেষ অনুগ্রহে আমাকে তাকওয়া অর্জন এবং সৎ কর্মশীলদের সাহচর্যে থাকার তৌফিক দাও। হে অসহায়দের আশ্রয়দাতা।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ