রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০

কর্ণফুলীতে নৌডুবি

২৪ ঘন্টায়ও নিখোঁজ মা-শিশুর লাশ পাওয়া যায়নি

২৪ ঘন্টায়ও নিখোঁজ মা-শিশুর লাশ পাওয়া যায়নি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-  কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌ-ডুবির ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনো মা ও শিশু পুত্রের লাশ পাওয়া যায়নি।এদিকে স্বজনরা লাশের জন্য দীর্ঘ অপেক্ষা করছে বলে জানা গেছে। 

প্রসঙ্গত, গত শুক্রবার চট্টগ্রাম থেকে ইসকনের উদ্যোগে কাপ্তাইয়ে তীর্থ ভ্রমণে এসে বেলা প্রায় ১২ টার সময় কেপিএমের কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌ ডুবির ঘটনা ঘটে।

এতে ৩ জন নিখোঁজ হয়।এরা হলো চট্টগ্রামের কোতয়ালী থানাধিন হাজারিগলীর অধিবাসী রতন দে’র মেয়ে দেবলীনা দে (১০), চট্টগ্রামের জোরারগঞ্জের হরিওপুর মজুমদারপুর বাড়ীর রাজিব মজুমদারের স্ত্রী টুম্পা মজুমদার (৩০) ও তাদের শিশু পুত্র বিজয় মজুমদার (৫)। ওইদিন বিকেল পৌনে ৫ টার সময় শিশু দেবলীনা দে'র (১০) লাশ উদ্ধার করে কাপ্তাই নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও ডিফেন্স কর্মীরা। 

কিন্তু নিখোঁজের ২৪ ঘন্টা পার হয়ে গেলেও মা টুম্পা মজুমাদার (৩০) ও শিশু পুত্র বিজয় মজুমদার(৫) এর লাশ এখনো পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী।

আলোকিত রাঙামাটি