রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ২১:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০২০

৩ একরের পপি ক্ষেত ধ্বংস করলো বিজিবি

৩ একরের পপি ক্ষেত ধ্বংস করলো বিজিবি

বলিপাড়া জোন (৩৮ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতি ও সম্পর্ক উন্নয়নসহ আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় স্থানীয় সোর্স ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, কিছু অসাধু মাদক ব্যবসায়ী কর্তৃক বলিপাড়া জোনের অধীনস্থ টেন্ডুমুখ সিআইও ক্যাম্প হতে আনুমানিক ০৩ কিঃমিঃ উত্তর-পূর্ব  দিকে কোআংপাড়া নামক স্থানে পপি চাষ করা হয়েছে । উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ ফেব্রুয়ারী বলিপাড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এর নির্দেশে টেন্ডুমুখ সিআইও ক্যাম্প হতে ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে গমন করে এবং ০৩ একর জমির উপর পপি চাষের সন্ধান পায়।

পরবর্তীতে টহল দল কর্তৃক অদ্য ১৬ ফেব্রুয়ারী ২০২০ তারিখ পপি ক্ষেতটি স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
 

আলোকিত রাঙামাটি

সর্বশেষ