রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:২৬, ৩০ নভেম্বর ২০২০

৩ কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব

৩ কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব

খন্দকার আনোয়ারুল ইসলাম। ফাইল ছবি


দেশে প্রথম দফায় আসা করোনার তিন কোটি ডোজ বিনামূল্যে দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে বিষয়টিতে অনুমোদন দেয়া হয়। 

প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে গণভবন প্রান্ত থেকে যুক্ত হন। আর মন্ত্রিসভার সদস্যরা যুক্ত ছিলেন সচিবালয় প্রান্ত থেকে। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন খন্দকার আনোয়ারুল ইসলাম। 

বৈঠকে আলোচনার বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, অর্থ মন্ত্রণালয় করোনার টিকা কিনতে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছে। বৈঠকে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা মোকাবিলা ও টিকা সংগ্রহের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে জরিমানার পরিমাণ কত, তা নিশ্চিত করা হয়নি। জরিমানার বিষয়টি এক সপ্তাহ দেখার পর কারাদণ্ড দেয়ার মতো কঠোর অবস্থানে যেতে পারে সরকার।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে মানুষের নিরাপদ জীবন নিশ্চিতে ৯৯৯ নীতিমালা-২০২০ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

আলোকিত রাঙামাটি