রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

আলোকিত রাঙামাটিঃ-

প্রকাশিত: ১৫:২৪, ২০ মার্চ ২০১৯

৩ সশস্ত্র সন্ত্রাসী মাথা-বুকে অস্ত্র ঠেকিয়ে হত্যা করে সুরেশকে

৩ সশস্ত্র সন্ত্রাসী মাথা-বুকে অস্ত্র ঠেকিয়ে হত্যা করে সুরেশকে

উপজেলা নির্বাচনে ভোট দিতে সপরিবারে গ্রামের বাড়ি ফারুয়ায় যান স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ফেরার পথে উপজেলার আলীক্ষ্যং এলাকায় তিন সশস্ত্র সন্ত্রাসী ইঞ্জিন বোট থামিয়ে তার বুকে ও মাথায় গুলি করে হত্যা করে।

নিহত আওয়ামী লীগ নেতার ছেলে নিরূপম তঞ্চঙ্গ্যা জানান, উপজেলা নির্বাচনে ভোট দেয়ার জন্য আমরা সপরিবারে গ্রামের বাড়ি যাই। মঙ্গলবার সকালে বোটে করে আমরা উপজেলা সদরে আসার জন্য সপরিবারে রওয়ানা দিই। সকাল সাড়ে আটটার দিকে আলীক্ষ্যং এলাকায় এলে হঠাৎ বোটের চালক ইঞ্জিন থামায়। কারণ জানতে চাইলে, সে কূলের দিকে আমাদের তাকাতে বলে। তখন আমরা দেখি তিনজন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। তখন বোট চালককে দ্রুত যেতে বললে সে জানায় না থামলে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালাবে।

নিরূপম বিভৎস ঘটনার বর্ণনা দিয়ে আরো জানান, পরে আমাদের বোট কূলে (পাড়ে) ভিড়ানো হয়। পাড়ে বোট ভিড়ানোর পর তারা প্রথমে আমার বাবার বুকে, পরে দ্বিতীয় পিস্তল ঠেকিয়ে মাথায় গুলি করে। এ সময় আমার মা তাদের বাধা দিলে তারা মাকেও লাথি মেরে লেকে (পানিতে) ফেলে দেয়।

নিরূপম বলেন, আমার বাবার কোনো শত্রু থাকার কথা নয়। আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে জানান সুরেশের ছেলে।

বিলাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) এসএম সাইফুল্লাহ জানান, নিহত সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার মরদেহ বোট যোগে রাঙামাটি এনে ময়নাতদন্ত ও সুরুতহাল করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে গুলিতে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাকে হত্যার ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে জেলা আওয়ামী লীগ। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে জেলা জেএসএস।

দ্বিতীয় ধাপে সোমবার (১৮ই মার্চ) অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত প্রার্থী বীরোত্তম তঞ্চঙ্গ্যার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী জয়সেন তঞ্চঙ্গ্যা। জেএসএস দুর্গ বিলাইছড়িতেই দীর্ঘ আটারো বছর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ