রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

মেহেরাজ হোসেন সুজন (নানিয়ারচর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৪৯, ২৯ এপ্রিল ২০২১

৩৩৩ নম্বরে ফোন, সরকারি সহায়তা পেল নানিয়ারচরের দুই যুবক

৩৩৩ নম্বরে ফোন, সরকারি সহায়তা পেল নানিয়ারচরের দুই যুবক
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

মেহেরাজ হোসেন সুজন (নানিয়ারচর) প্রতিনিধিঃ- কোভিট ১৯ এর প্রাদুর্ভাব ও সরকারি নির্দেশনা লকডাউনের ফলে কর্মহীন হয়ে পরে দেশের বিভিন্ন পেশার লোক। চলমান করোনা প্রতিরোধে খাদ্য সংকটে ভোগান্তি রোধে জাতীয় হেল্প লাইন ৩৩৩ নাম্বারে কল করে সরকারি সহায়তা পাচ্ছে ভুক্তভোগীরা তারই ধারাবাহিকতায় নানিয়ারচর উপজেলার উপকারভোগী এক যুবক করোনায় চাকুরীচুত্য এবং এক জুমচাষী কৃষক। লকডাউনে ঘরে বসে থেকে অচল হয়ে পড়ায় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন এই দুই যুবক। ৩৩৩ নাম্বারে কল করে রাঙামাটির দুর্গম উপজেলা নানিয়ারচরে বুধবার (২৮ এপ্রিল) উপজেলার নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন কর্মহীন দুই যুবকের হাতে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় হেল্প লাইন ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চাওয়া ২ যুবকের হাতে নানিয়ারচর উপজেলার পক্ষ হতে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, লবন ১ কেজি, আলু ৫ কেজি, সয়াবিন তৈল ২ লিটার, আটা ১ কেজি ও ১ কেজি চিনি বিতরণ করা হয়।
 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়