রাঙামাটি । বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ৩ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৫:৫৪, ২০ অক্টোবর ২০২০

৬ ঘন্টা বন্ধ থাকার পর মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল স্বাভাবিক

৬ ঘন্টা বন্ধ থাকার পর মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল স্বাভাবিক

ছবি:- আলোকিত রাঙ্গামাটি

নিজস্ব প্রতিবেদকঃ- বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড় ধ্বসের কারণে প্রায় ৬ ঘন্টা যোগাযোগ বন্ধ থাকার পর দুপুর ১২ টার দিকে পুর্ণরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

স্থানীয়রা জানান, বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলাধীন মারিশ্যা-দীঘিনালা সড়কে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৬টার দিকে হঠাৎ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। এতে সকাল থেকে মোটর সাইকেলসহ সকল ধরনের যান-বাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

স্থানীয়রা আরো জানান, সোমবার (১৯ অক্টোবর) রাতে অতি বর্ষনে ফলে বাঘাইছড়ির ১২ কিঃ মিঃ স্থানে পাহাড় ধ্বসের মাটি সড়কে পড়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হলে খাগড়াছড়ি সড়ক বিভাগের তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করে সড়ক থেকে মাটি সরানো ও সড়ক সংস্কারের কাজ শুরু করে। এতে ৬ ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর দুপুর ১২টার দিকে যান-বাহন চলাচল আবারো স্বাভাবিক হয়।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: